যুক্তরাষ্ট্রে পরিবার থেকে বিচ্ছিন্ন হন্ডুরাসের ৩১৩ শিশু চিহ্নিত

(FILES) In this file photo taken on June 22, 2018 women and their children, many fleeing poverty and violence in Honduras, Guatamala and El Salvador, arrive at a bus station following release from Customs and Border Protection in McAllen, Texas. US officials have ordered DNA tests on "under 3,000" detained children who remain separated from their migrant parents, in an effort to reunite families at the center of a border crisis, a top US official said July 5, 2018. The Department of Health and Human Services is "doing DNA testing to confirm parentage quickly and accurately," HHS Secretary Alex Azar told reporters on a conference call, stressing the department was seeking to meet a court-imposed deadline of next Tuesday to reunite some 100 detained children under age five. / AFP PHOTO / GETTY IMAGES NORTH AMERICA / SPENCER PLATT

যুক্তরাষ্ট্রের অভিবাসন পুলিশ ‘কঠোর পদক্ষেপ’ নেয়ায় হন্ডুরাসের মোট ৩১৩ শিশু তাদের বাবা-মা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। হন্ডুরাসের কনস্যুলার স্টাফ তাদের দেশের এসব শিশুকে চিহ্নিত করেন। বৃস্পতিবার এক কর্মকর্তা একথা জানিয়েছেন।

হন্ডুরাসের অভিবাসি সুরক্ষা বিষয়ক পরিচালক লিজা মাদ্রানো এক সংবাদ সম্মেলনে বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন বিচ্ছিন্ন হয়ে পড়া পরিবারের সদস্যদের পুনর্মিলনের নির্দেশ দেয়ার পর যুক্তরাষ্ট্রে নিযুক্ত কনস্যুলার কর্মকর্তারা হন্ডুরাসের শিশুদের খুঁজে বের করতে বিভিন্ন আশ্রয় কেন্দ্র পরিদর্শন করেন।

মাদ্রানো বলেন, ‘আমাদের কনস্যুলার নেটওয়ার্ক বিভিন্ন আশ্রয় কেন্দ্র পরিদর্শন করে এবং অনেকের সাথে কথা বলে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়া হন্ডুরাসের ৩১৩ শিশুর পরিচয় নিশ্চিত করেছে।’

তিনি আরো জানান, পরিবারগুলোকে ২৬ জুলাই নাগাদ পুনর্মিলিত করা হবে। পরিচয় পাওয়া এসব শিশুর ব্যাপারে বিস্তারিত তথ্য পেতে কর্তৃপক্ষ কাজ করে যাচ্ছে।

আজকের বাজার/এমএইচ