যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলায় ৪ শিশু নিহত

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলায় চার শিশু নিহত হযেছে। পরে হামলাকারী আত্মহত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার (১২ জুন) যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে এ ঘটনা ঘটে।

বন্দুকধারী আগের দিন সারারাত ও সোমবার সারাদিন এক অ্যাপার্টমেন্টে চারটি শিশুকে জিম্মি করে রাখে। শিশুদের বয়স এক বছর, ছয় বছর , ১০ বছর ও ১১ বছর।

পরে অর্লেন্ডোতে পুলিশ একটি অ্যাপার্টমেন্টে ঘরোয়া কলহের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। এ সময় হামলাকারীর গুলিতে এক পুলিশ কর্মকর্তা গুরুতর আহত হয়।

অর্লান্ডো পুলিশ প্রধান জন মিনা মাঝরাতের আগে এক সংবাদ সম্মেলনে বলেন, ‘কিছুক্ষণ আগে আমরা অ্যাপার্টমেন্টে প্রবেশ করে চার শিশু ও সন্দেহভাজন হত্যাকারীকে মৃত অবস্থায় দেখতে পাই। তারা সকলেই গুলিতে নিহত হয়েছে।’

মিনা আরো বলেন, ‘মনে হচ্ছে যে সন্দেহভাজন আত্মহত্যা করেছেন।’

আরজেড/