যুক্তরাষ্ট্রে গত শিক্ষাবর্ষে বাংলাদেশ থেকে যাওয়া শিক্ষার্থীর সংখ্যা ৪.৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে। যেখানে আন্তর্জাতিকভাবে গড় বৃদ্ধির হার ১.৫ শতাংশ।
ইন্টারন্যাশনাল এডুকেশন এক্সচেঞ্জ বিষয়ে ২০১৮ সালের ওপেন ডোরস রিপোর্ট অনুযায়ী, মোট সাত হাজার ৪৯৬ জন শিক্ষার্থী যুক্তরাষ্ট্রের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হয়েছে।
বুধবার ঢাকাস্থ মার্কিন দূতাবাস জানায়, যুক্তরাষ্ট্রে উচ্চ শিক্ষার জন্য শিক্ষার্থী পাঠানোর ক্ষেত্রে বাংলাদেশ বিশ্বের মাঝে ২৪তম স্থানে রয়েছে। আর স্নাতক স্তরে পড়াশোনা করা শিক্ষার্থীর সংখ্যার বিচারে এই অবস্থান দশম।
যুক্তরাষ্ট্রের পড়াশোনা করা বাংলাদেশি শিক্ষার্থীর সংখ্যা গত ছয় বছরে ৫৮.৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
গত তিন বছর ধরে যুক্তরাষ্ট্রের কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোতে ১০ লাখের অধিক সংখ্যক আন্তর্জাতিক শিক্ষার্থী ভর্তি হচ্ছে। গত শিক্ষাবর্ষে তা রেকর্ড ১০ লাখ ৯০ হাজারে পৌঁছে। সেই সাথে যুক্তরাষ্ট্রে উচ্চ শিক্ষার জন্য যাওয়া আন্তর্জাতিক শিক্ষার্থীর মোট সংখ্যা টানা ১২ বছর ধরে বৃদ্ধি পাচ্ছে। তথ্যসূত্র-ইউএনবি
আজকের বাজার/এমএইচ