২০১৬-১৭ সালের শিক্ষাবর্ষে যুক্তরাষ্ট্রে শিক্ষার্থী পাঠানোয় বাংলাদেশ শীর্ষ পঁচিশটি দেশের মধ্যে জায়গা করে নিয়েছে। বিগত পাঁচ বছরে যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত বাংলাদেশী শিক্ষার্থীদের সংখ্যা ৫৩.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
২০১৭- সালের “ওপেন ডোর রিপোর্ট,” “ইন্টারন্যাশনাল এডুকেশনাল এক্সচেঞ্জ” অনুযায়ী যুক্তরাষ্ট্রে পড়তে যাওয়া বাংলাদেশী শিক্ষার্থীদের সংখ্যা ৯.৭ শতাংশ, ৭,১৪৩ জনে বৃদ্ধি পেয়েছে যা আšর্জাতিক গড় ৩.৪ শতাংশ ছাড়িয়ে গেছে।
আজ মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ঢাকা কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
আন্তর্জাতিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে এডুকেশন ইউএসএ বাংলাদেশ দেশজুড়ে ১৩ থেকে ১৭ নভেম্বর পর্যন্ত ধারাবাহিক প্রোগ্রামের আয়োজন করেছে। আন্তর্জাতিক শিক্ষা সপ্তাহ ২০১৭ এ প্রায় ত্রিশটি কার্যক্রম অন্তর্ভুক্ত রয়েছে যা যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা, বাংলাদেশে শিক্ষক এবং কাউন্সেলর নেটওয়ার্ক দৃঢ় করবে এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের এক্সচেঞ্জ প্রোগ্রামগুলোর প্রসার করবে।
২০১৬-১৭ তে টানা দ্বিতীয় বছরের মত যুক্তরাষ্ট্রের কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলো দশ লাখেরও বেশি আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভর্তি করেছে, যা রেকর্ড দশ লাখ আশি হাজার সংখ্যায় পৌঁছেছে। যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার্থে মোট আন্তর্জাতিক শিক্ষার্থীদের ক্রমাগত বিস্তার টানা এগারো বছরের মত অব্যাহত রয়েছে।
বাংলাদেশে, এডুকেশন ইউএসএ-এর পরামর্শ সেবাসমূহ এবং রেফারেন্স বিষয়াদি দেশব্যাপী বিভিন্ন স্থানে পাওয়া যায়, এরমধ্যে বারিধারায় অবস্থিত ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাসের আমেরিকান সেন্টার, ধানমন্ডিতে এডওয়ার্ড এম. কেনেডি সেন্টার ফর পাবলিক সার্ভিসেস এন্ড দ্যা আর্টস, এবং চট্টগ্রামে আমেরিকান কর্ণার, যেখানে প্রশিক্ষিত উপদেষ্টারা ইনফরমেশন সেশন পরিচালনা করে থাকেন এবং প্রত্যেক শিক্ষার্থী ও অভিভাবকদের কাউন্সেলিং সেবা দিয়ে থাকেন। এডুকেশন ইউএসএ-এর রেফারেন্স লাইব্রেরি এবং স্থানীয়ভাবে পরামর্শ সেবা সিলেট, খুলনা এবং রাজশাহীর আমেরিকান কর্ণারগুলোতে পাওয়া যায়।
এডুকেশন ইউএসএ এবং আন্তর্জাতিক শিক্ষা সপ্তাহ ২০১৭ সংক্রান্ত অনুষ্ঠানের তথ্যের জন্য ভিজিট করুনঃ https://www.facebook.com/EdUSABangladesh. ওপেন ডোরস ২০১৭ রিপোর্ট সংক্রান্ত আরও তথ্য পাওয়া যাবে এখানে www.iie.org/OpenDoors.
আজকের বাজার: সালি / ১৪ নভেম্বর ২০১৭