যুক্তরাষ্ট্রে একটি বাড়ির ওপর হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার ঘটনায় ১ জন নিহত হয়েছেন। এতে বাড়ির একটি অংশে ফাটল ও আগুন ধরে যায়। খবর এএফপি’র।
রোববার (৯ জুলাই) দেশটির ভার্জিনিয়া অঙ্গরাজ্যে এ ঘটনা ঘটে।
মার্কিন নৌ ঘাঁটির আটলান্টিক বহরের আবাসস্থল নরফকের কাছাকাছি ভার্জিনিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলের উইলিয়ামসবার্গে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।
ভার্জিনিয়া পুলিশের বরাত দিয়ে ডেইলি প্রেস পত্রিকা জানায়, আবাসিক ভবনের ওপর বিধ্বস্ত হওয়ায় কমপক্ষে একজনের প্রাণহানি ঘটে।
আজকের বাজার/একেএ