যুক্তরাষ্ট্রের সিনসিনাটি শহরের একটি ব্যাংকে গোলাগুলির ঘটনায় হামলাকারীসহ ৪ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল ৯টার দিকে এই ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন আরও ৫ জন। খবর আল জাজিরার।
সিনসিনাটি পুলিশ বিভাগ এক টুইট বার্তায় বলেছে, ব্যস্ততম জায়গা হিসেবে চিহ্নিত শহরের ফাউন্টেন স্কয়ারে অবস্থিত ‘ফিফথ থার্ড ব্যাংক’-এ গোলাগুলি হয়। এতে তিন বেসামরিক লোক নিহত হন। পরে পুলিশের সঙ্গে গোলাগুলিতে হামলাকারীও নিহত হয়েছেন। পুলিশ এরই মধ্যে এ ঘটনার তদন্ত শুরু করেছে।
সিনসিনাটি পুলিশ প্রধান ইলিয়ট আইজ্যাক বলেন, ব্যাংকের লবিতে প্রবেশ করার আগে বন্দুকধারী এলোপাথাড়ি গুলিবর্ষণ শুরু করে। এতে গুলি লেগে তিন জন সাধারণ মানুষের মৃত্যু হয় এবং আরও ৫ জন মারাত্মক আহত হন। আমাদের অফিসার ও বন্দুকধারীর মধ্যে গোলাগুলির একপর্যায়ে তিনি নিহত হন।
নিহত বন্দুকধারীর পরিচয় প্রকাশ করা হয়েছে। তিনি ওহিও অঙ্গরাজ্যের বাসিন্দা ওমর পেরেজ (২৯)।