যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বুধবার একটি ব্যাংকে বন্দুকধারীর গুলিতে পাঁচ ব্যক্তি নিহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
দেশটির পুলিশ জানায়, ব্যাংকে ঢুকে পাঁচজনকে গুলি করে হত্যা করার পর ওই বন্দুকধারী সোয়াত টিমের সদস্যদের কাছে আত্মসমর্পন করেছে।
আটক ২১ বছর বয়সী যুবকের নাম জেফান জাভের। সেব্রিং শহরে বসবাসকারী ওই যুবক সল্ট লেক সিটি ভিত্তিক স্টিভেন্স হেনাগের কলেজের অনলাইন ছাত্র ছিলেন।
সেব্রিং পুলিশ প্রধান কার্ল হগল্যান্ড সংবাদ সম্মেলন করে বলেন, কেন্দ্রীয় ফ্লোরিডার সেব্রিং শহরের সান ট্রাস্ট ব্যাংক থেকে ওই যুবক পুলিশকে ফোন করে পাঁচজনকে গুলি করে হত্যার কথা স্বীকার করে।
খবর পেয়ে সোয়াত টিমের সদস্যরা দ্রুত ব্যাংকটিকে ঘিরে ফেলে ভেতরে প্রবেশ করে এবং ওই যুবক আত্মসমর্পন করেন।
তবে কি কারণে সে এই হামলা করেছে এবং পাঁচজনকে হত্যা করেছে তার কারণ জানাতে পারেনি তদন্তকারীরা।
এ ঘটনায় সান ট্রাস্ট ব্যাংক কর্তৃপক্ষের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে। তথ্য-ইউএনবি
আজকের বাজার/এমএইচ