যুক্তরাষ্ট্রে মৃত্যু সাড়ে ৬১ হাজার ছাড়াল

করোনাভাইরাসের কারণে যুক্তরাষ্ট্রে বৃহস্পতিবার সকাল পর্যন্ত ৬১ হাজার ৬৬৯ জন মানুষের মৃত্যু হয়েছে। বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এ তথ্য জানা গেছে।

কোভিড-১৯ রোগে যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১০ লাখ ৬৪ হাজার ৫৭২ জন। সুস্থ হয়েছেন ১ লাখ ৪৭ হাজার ৪১১ জন। নিউইয়র্কে মারা গেছেন মোট ২৩ হাজার ৪৭৪ জন। নিউজার্সিতে মৃতের সংখ্যা ৬ হাজার ৭৭০ জনে দাঁড়িয়েছে।

এদিকে স্পেনে মোট প্রাণহানি ২৪ হাজার ২৭৫। প্রাণঘাতী এই ভাইরাসে দেশটিতে মোট আক্রান্ত ২ লাখ ৩৬ হাজার ৮৯৯ জন।

ইউরোপের সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ ইতালিতে ২৭ হাজার ৬৮২ জনের মৃত্যু হয়েছে এবং আক্রান্তের সংখ্যা ২ লাখ ৩ হাজার ৫৯১ জন।

অন্যদিকে ফ্রান্সে মারা গেছেন ২৪ হাজার ৮৭ জন। আক্রান্ত ১ লাখ ৬৬ হাজার ৪২০ জন। যুক্তরাজ্যে এ পর্যন্ত ২৬ হাজার ৯৭ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছে ১ লাখ ৬৫ হাজার ২২১ জন।