যুক্তরাষ্ট্রে করোনায় এ পর্যন্ত ২২১ অভিবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। এরমধ্যে ২০২ জনই নিউইয়র্কের বাসিন্দা।
এছাড়া নিউজার্সিরতে ৭, মিশিগানে ৬, ভার্জিনিয়ায় ৩, দুইজন মেরিল্যান্ড ও একজন বোস্টনের বাসিন্দা। যুক্তরাষ্ট্রের পরে সবচেয়ে বেশি বাংলাদেশি মারা গেছেন যুক্তরাজ্যে। সেখানে কমপক্ষে দেড়শ বাংলাদেশির মৃত্যু হয়েছে।
এছাড়া ইতালি, স্পেন, গাম্বিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশে চার শতাধিক বাংলাদেশি করোনায় মারা গেছেন।
এখন পর্যন্ত ভাইরাসটির আক্রমণে সবচেয়ে বাজে অবস্থায় রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে শনাক্ত হওয়া করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১০ লাখ ৬৪ হাজার ১৯৩ জন। আর মৃতের সংখ্যা ৬১ হাজার ৬৫৬ জন। গত ২৪ ঘণ্টায় দেশটিতে আক্রান্ত হয়েছেন ২৮ হাজার ৪২৮ জন আর মারা গেছেন দুই হাজার ৩৯০ জন।
সারা বিশ্বে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দুই লাখ ২৮ হাজার ছাড়িয়েছে। এছাড়া, ভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে ৩২ লাখ ১৮ হাজারের বেশি মানুষের শরীরে। আর আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ১০ লাখ মানুষ।