যুক্তরাষ্ট্রে সুপ্রিম কোর্টের শুনানি এই প্রথম সরাসরি সম্প্রচারিত হবে

ইতিহাসে এই প্রথম যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট তাদের শুনানি সরাসরি সম্প্রচার করবে। করোনা ভাইরাসের কারণে কোর্টের কার্যক্রম বন্ধ থাকার পর সোমবার শুনানি পুনরায় শুরু হচ্ছে। কিন্তু ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটির কার্যক্রমে আনা হচ্ছে বৈপ্লবিক পরিবর্তন। বিচারকেরা বাড়ি থেকেই শুনানিতে অংশ নেবেন এবং তা সরাসরি সম্প্রচারিত হবে রেডিও ও টেলিভিশনে। বিচার প্রক্রিয়ার স্বচ্ছ্বতার দাবি দীর্ঘদিনের। অনেক রাজ্য ও স্থানীয় আদালতে এ ধরণের ব্যবস্থা আগে থেকে থাকলেও সর্বোচ্চ আদালতে এই প্রথম উদ্যোগটি নেয়া হচ্ছে। আর এর কারণ মহামারি করোনা।

স্বাভাবিক নিয়মে বিচার কার্যক্রম চলাকালে আদালত কক্ষে ইলেট্রোনিক সরঞ্জাম নেয়া কঠোরভাবে নিষিদ্ধ। সাংবাদিকরাও প্রবেশের অনুমতি পান না যতক্ষণ না বিচারকরা কোন সিদ্ধান্তে পৌঁছেন। কয়েকদিন পর অফিশিয়াল রেকর্ডিংস এর কেবলমাত্র অডিও অনলাইনে পোস্ট করা হয়। সংস্কারের দীর্ঘ আহ্বান সত্ত্বেও আদালত কোনকালেই মাইক্রোফোন কিংবা ক্যামেরা ঢোকানোর অনুমোদন দেয়নি। কিন্তু সোমবার ইতিহাসে এই প্রথম ফক্স এবং সি-স্প্যান নেটওয়ার্কসহ কয়েকটি মিডিয়া বিচারকদের করা শুনানি ও আইনজীবীদের যুক্তিতর্ক সরাসরি সম্প্রচার করবে। বিচারকরা টেলিফোনে শুনানি করবেন। তবে তখন কোন ক্যামেরা থাকবে না। এছাড়া ঐতিহ্যবাহী কালো পোশাকও তাদের পরতে হবে না। স্থানীয় সময় সকাল ১০টায় প্রথম মামলার শুনানি শুরু হবে। আগামী দুসপ্তাহে আরো নয়টি মামলার শুনানি চলবে। তথ্য-বাসস

আজকের বাজার/আখনূর রহমান