এরইমধ্যে সংস্থাটি স্বীকার করেছে, হামলাকারী নিকোলাস ক্রুজ সম্পর্কে তারা আগেই সতর্কতা পেয়েছিল। কিন্তু বিষয়টি সঠিকভাবে তদন্ত করতে ব্যর্থ হয়েছে সংস্থাটি।
এমন পরিস্থিতিতে চাপের মুখে পড়েছে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী এ তদন্ত সংস্থা। এরই মধ্যে এফবিআই পরিচালকের পদত্যাগের দাবি করেছেন ফ্লোরিডা’র গভর্নর রিক স্কট।
অন্যদিকে, ব্যর্থতার ঘটনা পর্যালোচনার নির্দেশ দিয়েছেন অ্যাটর্নি জেনারেল জেফ সেশনস। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন এফবিআই’র পরিচালক ক্রিস্টোফার রে।
ওই হামলায় আহতদের দেখতে শুক্রবার স্ত্রী মেলানিয়া ট্রাম্পকে নিয়ে হাসপাতালে যান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এসময় এ ধরনের হামলা মোকাবিলায় মানসিক স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা মোকাবেলার অঙ্গীকার করেন ট্রাম্প।
আজকের বাজার : আরএম/১৭ ফেব্রুয়ারি ২০১৮