যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে এক সড়ক দুর্ঘটনায় তিনজন বাংলাদেশি নিহত হয়েছেন। গতকাল শনিবার,১৩ মে ভোরের এ দুর্ঘটনায় কমপক্ষে একজন আহত হয়েছেন।
স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুসারে, নিউইয়র্কের সিটির লং আইল্যান্ডের নর্দান স্টেট পার্কওয়েতে একটি গাছের সঙ্গে প্রাইভেট কারের ধাক্কায় এই হতাহতের ঘটনা ঘটে।
হতাহত ব্যক্তিরা নিউইয়র্কের জ্যামাইকা এলাকায় ছিলেন। নিহত তিনজন হলেন রায়হান ইসলাম (২৮), শামসুল আলম (৬১) ও আতাউর রহমান দুলাল (৩৪)।
এদের মধ্যে রায়হান ও আতাউরের বাড়ি ভৈরবে আর শামসুলের বাড়ি ঢাকার মাতুয়াইলে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আল আমীন (৩৬)।
পুলিশ বলছে, রায়হান ব্যক্তিগত গাড়িটি চালাচ্ছিলেন। তারা লং আইল্যান্ডে কর্মস্থলে যাচ্ছিলেন। সেখানে ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে তারা কাজ করতেন।
আগামীকাল সোমবার নিহতদের মরদেহ দেশে পাঠানো হবে।
আজকের বাজার:এলকে/ এলকে/ ১৪ মে,২০১৭