যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারে সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ১ জন। খবর সিনহুয়া’র।
পুলিশ রোববার (২৯ জুলাই) জানায়, দুর্ঘটনাটি সম্ভবত শনিবার সন্ধ্যায় হয়েছে। কারণ, একজন পথচারী দুর্ঘটনাকবলিত গাড়িটিকে ঘন জঙ্গলের মধ্যে দেখতে পায় কেবলমাত্র রোববার।
গাড়িতে থাকা যাত্রীদের বয়স ১৯ থেকে ২০ বছরের মধ্যে। অতিরিক্ত গতি দুর্ঘটনার কারণ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এই অঙ্গরাজ্যে চলতি বছর মহাসড়কে দুর্ঘটনায় ৭০ জনেরও বেশি লোক নিহত হয়েছে, যা গত বছরের তুলনায় উল্লেখযোগ্য পরিমাণে বেশি।
আজকের বাজার/একেএ