যুক্তরাষ্ট্রের উত্তরপূর্বাঞ্চলে শনিবার এক সাঁতারুর মৃত্যু হয়েছে। হাঙ্গরের কামড়েই তিনি মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে। দেশটির পুলিশ একথা জানিয়েছে।
ওয়েলফ্লিট পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, লোকটির বয়স ২০ এর কোঠায়। যুবকটি ম্যাসাচুসেটসের কেপ কোড এলাকা নিউকম্ব হলো বিচে সাঁতার কাটার সময় জলজ প্রাণীর কামড়ে মারা যায়। লোকটি হাঙ্গরের কামড়ে মারা গেছে বলে ধারণা করা হচ্ছে। দমকল কর্মীরা লোকটিকে পানি থেকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। কিন্তু সেখানে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
এই এলাকার জলাশয়ে হাঙ্গরের কামড়ে মৃত্যুর ঘটনা খুবই কম। কয়েক বছর আগে কেপ কোডের ট্রুরো সৈকতে একটি গ্রেট হোয়াইট সার্কের কামড়ে এক ব্যক্তির মৃত্যু হয়। তথ্য-বাসস।
আজকের বাজার/এমএইচ