যুক্তরাষ্ট্রের শিকাগোর একটি হাসপাতালে বন্দুকধারীর গুলিতে চারজন নিহত হয়েছেন। এদের মধ্যে বন্দুকদারী নিজেও রয়েছে।
শিকাগো পুলিশের কর্মকর্তা ইডি জনসন বলেন, গুলিতে মার্সি হাসপাতালের দুজন কর্মচারী, পুলিশের একজন কর্মকর্তা ও বন্দুকধারী নিজে মারা গেছেন।
সিটি মেয়র র্যাম ইমানুয়েল জানান, হাসপাতালের নিহত দুই কর্মচারীরর মধ্যে একজন চিকিৎসক এবং অন্যজন ওষুধ তৈরিসংক্রান্ত কাজের সহকারী ছিলেন।
পুলিশ বলছে, বন্দুকধারী প্রথমে হাসপাতালের পার্কিংয়ের জায়গায় গুলি ছুড়তে শুরু করেন। এসময় হাসপাতালে সবার মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলৈ আসার পর বন্দুকধারীর সাথে গুলিবিনিময় কালে ওষুধ তৈরি সংক্রান্ত কাজের সহকারী ও বন্দুকধারীরর মৃত্যু হয়।
পুলিশ কর্মকর্তা জনসন বলেন, প্রেমের সম্পর্ক ছিল, এমন এক নারীকে লক্ষ্য করে বন্দুকধারী এই হামলা চালিয়েছেন। তথ্যসূত্র-ইউএনবি
আজকের বাজার/এমএইচ