যুক্তরাষ্ট্রে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

মার্কিন যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলের অঙ্গরাজ্য নিউ ইয়র্ক সিটির ইস্ট রিভারে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে কমপক্ষে ২ জন নিহত হয়েছে। রোববার এ দুর্ঘটনা ঘটে। আজ সোমবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি’র এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, ডুবরীরা পানি থেকে ৩ জনকে উদ্ধার করে পুলিশ। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাৎক্ষণিক হাসপাতালে পাঠানো হয়। নিউইয়র্ক সিটির ফায়ার বিভাগ জানিয়েছে, পাইলট এ দুর্ঘটনা থেকে নিজেকে রক্ষা করতে পেরেছেন।

হেলিকপ্টারটিতে ৬ জন আরোহী ছিলেন বলে নিশ্চিত করেছে ফেডারেল এভিয়েশন কর্তৃপক্ষ। তারা জানায়, রোববার স্থানীয় সময় সন্ধ্যা ৭ টার দিকে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়ে পানিতে আছড়ে পড়ে। এই দুর্ঘটনার তদন্ত করা হচ্ছে বলেও জানিয়েছে এফএএ (ফেডারেল এভিয়েশন অ্যাডমিন্সট্রেসন)।

নিউইয়র্ক সিটির মেয়রের মুখপাত্র এরিক ফিলিপস এক এক টুইট বার্তায় জানিয়েছেন, দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন এবং একজন বেঁচে গেছেন।

এদিকে, এক সংবাদ সম্মেলনে শহরের ফায়ার কমিশনার ড্যানিয়েল নিগ্রো এই দুর্ঘটনাকে ‘খুবই মর্মান্তিক’বলে মন্তব্য করেছেন।

আজকেরবাজার/এস