করোনাভাইরাসের তাণ্ডবে সবচেয়ে বেশি বিপর্যস্ত দেশ যুক্তরাষ্ট্রে প্রথম ধাপে ১.৫ লাখ পিপিই রফতানি করেছে বাংলাদেশ।
সোমবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম নিজের ফেসবুক অ্যাকাউন্টে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রে পিপিই রফতানিকারক দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম। ইতিমধ্যে যুক্তরাষ্ট্র থেকে ৬৫ লাখ পিপিইর অর্ডার পেয়েছে বাংলাদেশ।
ফেসবুকে প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম লিখেছেন, বাংলাদেশ আজ ১.৫ লাখ (৬৫ লাখের মধ্যে) পিপিই রফতানি করেছে মার্কিন যুক্তরাষ্ট্রে। সেই রফতানি আদেশের প্রথম অংশটি আনুষ্ঠানিকভাবে হস্তান্তরের সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। ঈদের দিনে এটা দেখে খুব ভালো লাগল।