যুক্তরাষ্ট্রে বৃহস্পতিবার ও শুক্রবার কোভিড-১৯ ভাইরাসে প্রায় ১ হাজার ৫শ’ জনের মৃত্যু হয়েছে। এ বৈশ্বিক মহামারি ভাইরাস ছড়িয়ে পড়ার পর থেকে বিশ্বব্যাপী ২৪ ঘণ্টায় এটি সবচেয়ে বেশি মানুষের প্রাণহানি। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় এ তথ্য জানায়। ওই বিশ্ববিদ্যালয়ের দেয়া তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টা থেকে শুক্রবার রাত সাড়ে ৮টা পর্যন্ত যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে ১ হাজার ৪৮০ জনের মৃত্যু রেকর্ড করা হয়েছে। দেশটিতে এ ভাইরাস ছড়িয়ে পড়ার শুরু থেকে এ পর্যন্ত মারা যাওয়া লোকের সংখ্যা বেড়ে ৭ হাজার ৪০৬ জনে দাঁড়ালো। তথ্য-বাসস
আজকের বাজার/আখনূর রহমান