যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় মহামারি করোনাভাইরাসে আরো ২৮৮ জন প্রাণ হারিয়েছে। এদিকে কোভিড-১৯ ভাইরাসে বিশ্বের সবচেয়ে পর্যুদস্ত এ দেশের বিভিন্ন রাজ্যে আক্রান্তের উচ্চ হার অব্যাহত রয়েছে। রোবাবার জনস হপকিন্স ইউনিভার্সিটির সর্বশেষ পরিসংখ্যান থেকে এ তথ্য জানা যায়। খবর এএফপি’র।
স্থানীয় সময় রাত সাড়ে ৮ টা পর্যন্ত (গ্রীনিচ মান সময় সোমবার ০০৩০ টা) বাল্টিমোর ভিত্তিক ওই ইউনিভার্সিটির পরিসংখ্যান অনুযায়ী, কোভিড-১৯ ভাইরাসে এখন পর্যন্ত বিশ্বে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে করোনায় মৃতের সংখ্যা বেড়ে মোট ১ লাখ ২৫ হাজার ৭৬৮ জনে দাঁড়িয়েছে এবং আক্রান্তের সংখ্যা বেড়ে ২৫ লাখ ছাড়িয়ে গেছে।
লস অ্যাঞ্জেলস ও ক্যালিফোর্নিয়ার অপর ছয়টি কাউন্টির বারগুলো রোববার ফের বন্ধের নির্দেশ দেয়া হয়েছে। সাম্প্রতিক দিনগুলোতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা অনেক বেড়ে যাওয়ায় তা নিয়ন্ত্রণের চেষ্টায় যুক্তরাষ্ট্রের ফের লকডাউন আরোপ পদক্ষেপের অংশ হিসেবে এসব বার বন্ধ করে দেয়া হলো।