যুক্তরাষ্ট্রে শুক্রবার দ্বিতীয় দিনের মতো নতুন করে রেকর্ড সংখ্যক মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। দেশটিতে ২৪ ঘণ্টার হিসেবে এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৯৪ হাজার ছাড়িয়ে যাওয়ায় এ নতুন রেকর্ড সৃষ্টি হলো। জনস হপকিন্স ইউনিভার্সিটির পরিসংখ্যান থেকে এ তথ্য জানা যায়। খবর এএফপি’র।
বাল্টিমোর ভিত্তিক এ প্রতিষ্ঠানের পরিসংখ্যান অনুযায়ী, স্থানীয় সময় শুক্রবার রাত সাড়ে ৮টা পর্যন্ত (গ্রীনিচ মান সময় শনিবার ০০৩০ টা) গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে নতুন করে মোট ৯৪ হাজার ১২৫ জনের দেহে কোভিড-১৯ রোগের সংক্রমণ শনাক্ত হয়েছে। মধ্য-অক্টোবরের পর থেকে দেশটিতে ফের করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে যেতে দেখা যাচ্ছে।
মাত্র একদিন আগেও দেশটিতে ৯১ হাজারেরও বেশি মানুষ এ ভাইরাসে আক্রান্ত হতে দেখা যায়। আক্রান্তের সংখ্যার দিক থেকে সেদিনের দিনের জন্য তা ছিল একটি নতুন রেকর্ড। ফলে যুক্তরাষ্ট্রে পরপর দুই দিন নতুন রেকর্ড সৃষ্টি হলো।