যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ২ হাজার ৩৩৩ জনের মৃত্যু

যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় মহামারি করোনাভাইরাসে নতুন করে আরো ২ হাজার ৩৩৩ জন প্রাণ হারিয়েছে। দেশটিতে এক দিনে মৃতের এ সংখ্যা আগের দিনের চেয়ে দ্বিগুনেরও বেশি। মঙ্গলবার জনস হফকিন্স ইউনিভার্সিটির পরিসংখ্যান থেকে এ তথ্য জানা যায়। খবর এএফপি’র।
বাল্টিমোর ভিত্তিক এই ইউনিভার্সিটির দেয়া পরিসংখ্যান অনুযায়ী, মঙ্গলবার রাত সাড়ে ৮ টা পর্যন্ত (গ্রীনিচ সময় বুধবার ০০৩০ টা) এ নিয়ে যুক্তরাষ্ট্রে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ৭১ হাজার ২২ জনে দাঁড়ালো। খবরে বলা হয়, বিগত এক মাসের মধ্যে দৈনিক হিসাবে সোমবার যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে সবচেয়ে কম মানুষের মৃত্যু ঘটে। এদিন দেশটিতে কোভিড-১৯ ভাইরাসে ১ হাজার ১৫ জন প্রাণ হারায়। এ বৈশ্বিক মহামারিতে এখন পর্যন্ত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে আক্রান্ত ও মৃতের সংখ্যা অন্য যেকোন দেশের তুলনায় অনেক বেশি।