যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে তিন হাজারেরও বেশি লোক। গত এপ্রিলের পর একদিনে এ সংখ্যা সর্বোচ্চ। জন্স হপকিন্স ইউনিভার্সিটির উপাত্ত থেকে এ কথা জানা গেছে।
গত মাসে ‘থ্যাংকস গিভিং ডে’ উপলক্ষে কর্তৃপক্ষের ঘরে থাকার সতর্কতা উপেক্ষা করে লাখ লাখ লোক ভ্রমণে বের হয়েছিল। তখন থেকেই সংক্রমণ ও মৃত্যু সংখ্যা বাড়ার আশংকা করা হচ্ছিল।
বৃহস্পতিবার দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা রেকর্ড করা হয়েছে ২ লাখ ৮৯ হাজার ১৮৮ জন। গত ২৪ ঘন্টায় মারা গেছে ৩ হাজার ৭১ জন। নতুন করে আক্রান্ত হয়েছে প্রায় ২ লাখ ২০ হাজার ৪৮১ জন।
এছাড়া দেশটিতে হাসপাতালে করোনা রোগীর ভর্তিতেও রেকর্ড ভাঙ্গা অব্যাহত রয়েছে। বুধবার এ সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬ হাজারে।
গত দু’সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্রে প্রায় প্রতিদিনই করোনায় দু’ হাজারেরও বেশি লোক মারা যাচ্ছে।
এদিকে আমেরিকানবাসী করোনা নিয়ন্ত্রণে টিকার জন্যে অপেক্ষায় আছে।
ফাইজার-বায়োএনটেকের টিকার জরুরি অনুমোদন দেয়ার বিষয়ে সিদ্ধান্ত নিতে আজ বিশেষজ্ঞরা বৈঠকে বসছেন। আশা করা হচ্ছে আগামী কয়েক দিনের মধ্যেই অনুমোদন পাওয়া যাবে।
করোনাভাইরাসের সংক্রমণ শুরুর পর থেকে এ পর্যন্ত যুক্তরাষ্ট্রে প্রায় দেড়কোটি লোক আক্রান্ত হয়েছে।
বিশ্বে করোনা সংক্রমণ ও মৃত্যু দুটোই যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি।