যুক্তরাষ্ট্রে ৭০তম অ্যামি এওয়ার্ড এর জমকালো আসর

লস অ্যাঞ্জেলেসের কেন্দ্রস্থল মাইক্রোসফট থিয়েটারে সোমবার ৭০তম অ্যামি এওয়ার্ড এর জমকালো আসর বসে।

টেলিভিশনের অস্কার হিসেবে পরিচিত এ এওয়ার্ড প্রদান অনুষ্ঠানে মজা ও কৌতুকের মধ্য দিয়ে হলিউড, ডোনাল্ড ট্রাম্প, বর্ণবাদ ও বিনোদন জগতে যৌন নিপিড়নের মতো বিষয়গুলো হাস্যরসাত্মকভাবে উপস্থাপন করা হয়।

অনুষ্ঠানে নাচ ও গানের মাধ্যমে চলমান বিতর্কিত উত্তপ্ত ইস্যুগুলো নিয়ে কৌতুক পরিবেশন করা হয়।

এবারে যারা এওয়ার্ড পেয়েছেন তাদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন:

সেরা কমেডি সিরিজ: দ্য মার্ভেলাস মিসেস মেইসেল

সেরা ড্রামা সিরিজ: গেম অব থ্রোনস

সেরা অভিনেতা (লিমিটেড সিরিজ অথবা সিনেমা): ড্যারেন ক্রিস, দ্য অ্যাসাসিনেশন অব গিয়ানি ভার্সাস : আমেরিকান ক্রাইম স্টোরি

সেরা অভিনেত্রী (লিমিটেড সিরিজ অথবা মুভি): রেজিনা কিং, সেভেন সেকেন্ডস

সেরা পার্শ্ব অভিনেতা (লিমিটেড সিরিজ অথবা মুভি): জেফ ড্যানিয়েল, গডলেস

সেরা পার্শ্ব অভিনেত্রী (লিমিটেড সিরিজ অথবা মুভি): মেরিট ওয়েভার, গডলেস

সেরা অভিনেতা (কমেডি সিরিজ): বিল হ্যাডার, ব্যারি

সেরা অভিনেত্রী (কমেডি সিরিজ): র‌্যাচেল ব্রোনাহান, দ্য মার্ভেলাস মিসেস মেইসেল

সেরা পার্শ্ব অভিনেতা (কমেডি সিরিজ): হেনরি উইঙ্কলের, ব্যারি

সেরা পার্শ্ব অভিনেত্রী (কমেডি সিরিজ): অ্যালেক্স বোরস্টেইন, দ্য মার্ভেলাস মিসেস মেইসেল

সেরা অভিনেতা (ড্রামা সিরিজ): ম্যাথিউ রিস, দ্য আমেরিকানস

সেরা অভিনেত্রী (ড্রামা সিরিজ): ক্ল্যারে ফয়, দ্য ক্রাউন

পার্শ্ব অভিনেতা (ড্রামা সিরিজ): পিটার ডিংকলেজ, গেম অব থ্রোনস

সেরা পার্শ্ব অভিনেত্রী (ড্রামা সিরিজ): থানডি নিউটন, ওয়েস্টওয়ার্ল্ড

সেরা রিয়েলিটি সিরিজ: স্যাটারডে নাইট লাইভ

সেরা ভ্যারাইটি টক সিরিজ: লাস্ট উইক টুনাইট উইথ জন অলিভার

সেরা লিমিডেট সিরিজ: দ্য অ্যাসাসিনেশন অব গিয়ানি ভার্সাস : আমেরিকান ক্রাইম স্টোরি

তথ্যসূত্র-বাসস

আজকের বাজার/এএল