মার্কিন যুক্তরাষ্ট্রই হচ্ছে সন্ত্রাসবাদী এবং অপরাধী রাষ্ট্র। এমনটাই দাবি করলেন ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি৷ মঙ্গলবার তিনি তেহরানে বিশ্ব প্রতিবন্ধী দিবস উপলক্ষ্যে এক অনুষ্ঠানে এসে এমন মন্তব্য করেন৷
রুহানির বক্তব্য, আমেরিকা তো এখন নিজেই বলছে তারা সবচেয়ে কঠিন নিষেধাজ্ঞার মাধ্যমে ইরানি জাতিকে নতিস্বীকারে বাধ্য করাতে চেয়েছিল। অথচ কঠিন অর্থনৈতিক চাপ এবং অন্যায় নিষেধাজ্ঞার স্বত্তেও ইরানি জাতি তাদের সম্মান ও মর্যাদা রক্ষা করে চলেছে। ইরানিরা প্রতিরোধের মাধ্যমে কঠিন পরিস্থিতি মোকাবেলা করতে সক্ষম হয়েছে এবং বিজয় অর্জন করেছে।
ইরানের প্রেসিডেন্ট এদিন জানিয়েছেন, ইরানি জাতির প্রতিরোধের কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে এখন তারা নিজেরাই আলোচনায় বসার জন্য চেষ্টা করছে এবং ব্যক্তিগত বার্তা পাঠাচ্ছে। তিনি মার্কিন কর্তাদের উদ্দেশ্যে বলেন, তারা আলোচনায় বসার জন্য যেসব ব্যক্তিগত আবেদন ও বার্তা পাঠাচ্ছে সেগুলো তাদের সাধারণ বক্তব্য ও স্লোগানের বিপরীত। মধ্যস্থতাকারী ইউরোপীয়রাও সে কথা জানে।
আজকের বাজার/লুৎফর রহমান