যুক্তরাষ্ট্র ওপেনে খেলতে আগ্রহী নন নাদাল

চলতি মাসের ১৫ তারিখ এটিপি এবং ডব্লুটিএ’র যৌথ বৈঠকে নির্ধারিত হবে চলতি বছর যুক্তরাষ্ট্র ওপেনের ভাগ্য। টুর্নামেন্ট অনুষ্ঠিত হলে তার নিরাপত্তা বিষয়ক প্রাথমিক একটা আলোচনাও সেরে রাখবে বিশ্ব টেনিসের দুই গভর্নিং বডি। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে যদি টেনিস মায়েস্ত্রো রাফায়েল নাদালকে জানতে চাওয়া হয় তিনি যুক্তরাষ্ট্র ওপেনে অংশগ্রহণ করতে আগ্রহী কীনা, তাহলে উত্তরটা অবশ্যই না। এমনটা নিজেই জানালেন স্প্যানিশ সুপারস্টার।

করোনার জেরে দু’মাস কিংবা তারও বেশি সময় ধরে বিভিন্ন দেশে লকডাউন চলার পর সম্প্রতি কিছুটা শিথিলতা এসেছে তাতে। তবে টেনিস কবে ফিরবে তার সদুত্তর নেই কারও কাছে। পাশাপাশি কত শীঘ্র নিরাপদ পরিবেশে টেনিস ফিরিয়ে আনা যাবে, তাও অজানা। এমন সময় নাদাল জানালেন, ‘আপনি যদি এই মুহূর্তে আমায় জিজ্ঞেস করেন যে আমি নিউ ইয়র্কে খেলতে যেতে ইচ্ছুক কীনা, আমি বলব না। জানি না আগামী মাসদু’য়েকের মধ্যে পরিস্থিতি কতোটা অনুকূল হবে।’

করোনা পরবর্তী সময় টেনিস ফেরানোর ব্যাপারে বিশ্বে দু’নম্বর জানিয়েছেন, ‘আমাদের আরও দায়িত্বশীল হতে হবে। সমাজের কাছে আমাদের আর ইতিবাচক বার্তা পৌঁছে দিতে হবে। আমাদের বুঝতে হবে আমরা একটা অভূতপূর্ব পরিস্থিতির মধ্যে দিয়ে চলেছি আর আমার মনে হয় পৃথিবীর সমস্ত দেশের সকল টেনিস প্লেয়ার যখন নিরাপদ পরিস্থিতির মধ্যে দিয়ে পুনরায় অবাধে যাতায়াত করতে পারবে, তখনই আমাদের ফেরা উচিৎ।’