কোভ্যাক্স সুবিধার আওতায় বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আরও ৭১ লাখ ফাইজার এবং ১৮ লাখ মডার্নার টিকা পাবে বলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম জানিয়েছেন। বুধবার ফেসবুকে দেয়া এক পোস্টে পররাষ্ট্র প্রতিমন্ত্রী এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্রের অনুদান হিসেবে ৭১ লাখ ফাইজার এবং কোভ্যাক্স সুবিধার আওতায় ১৮ লাখ মডার্নার ডোজ পাবে বাংলাদেশ।’ শাহরিয়ার বলেন, নতুন বরাদ্দ পাওয়া এই টিকা বছরের শেষ ভাগে দেশে আসবে।
এই সময়ের মধ্যে বাংলাদেশ আরও টিকার বরাদ্দ পাওয়ার ব্যাপারে আশাবাদী বলে তিনি জানান। টিকা সহায়তার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র এবং কোভ্যাক্সকে ধন্যবাদ জানিয়েছেন প্রতিমন্ত্রী। খবর-ইউএনবি
আজকের বাজার/আখনূর রহমান