যুক্তরাষ্ট্র থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করেছে ফিলিস্তিন

মার্কিন দূতাবাস স্থানান্তরের ইস্যুতে যুক্তরাষ্ট্রে নিযুক্ত ফিলিস্তিনি রাষ্ট্রদূত প্রত্যাহার করেছে দেশটির প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।কতদিনের জন্য তাকে প্রত্যাহার করা হয়েছে এ বিষয়ে কিছু জানা যায়নি।খবর: আল জাজিরা।

ফিলিস্তিনি পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ মালকিকে উদ্ধৃত করে খবরে বলা হয়, তারা (যুক্তরাষ্ট্র) যখন জেরুজালেমে তাদের দূতাবাস উদ্বোধন করে, তখন আমাদের পক্ষ থেকে একটি সিদ্ধান্ত নেয়ার প্রয়োজন ছিল এবং এটা আমাদের সিদ্ধান্ত ছিল।

জেরুজালেমে মার্কিন দূতাবাস উদ্বোধনের দিনে, গাজায় ইসরাইলি সীমান্তে বিক্ষোভে ইসরাইলি সেনাদের গুলিতে নিহত হয়েছে অন্তত ৬০ ফিলিস্তিনি। আহত হয়েছেন আড়াই হাজারেরও বেশি। এই ঘটনাকে কেন্দ্র করে ইসরাইল এবং যুক্তরাষ্ট্র থেকে নিজেদের রাষ্ট্রদূত প্রত্যাহার করে নিয়েছে তুরস্ক। ইসরাইলি দৈনিক দ্য হারেৎস’র এক খবরে বলা হয়, তুরস্কে নিযুক্ত ইসরাইলি রাষ্ট্রদূত এইতান নায়েহ’কে অনির্দিষ্টকালের জন্য তুরস্ক ত্যাগ করার নির্দেশ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

আরজেড/