পেন্টাগন যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে প্রায় ৮শ’ সৈন্য মোতায়েন করতে যাচ্ছে।
সামরিক বাহিনী ‘জাতীয় জরুরি’ পরিস্থিতি মোকাবেলায় এবং অভিবাসন প্রত্যাশী শরণার্থীদের যুক্তরাষ্ট্রে প্রবেশ ঠেকাতে সহায়তা করবে প্রেসিডেন্ট ট্রাম্প বৃহস্পতিবার এই ঘোষণার দেয়ার পর পেন্টাগন এসব সেনা মোতায়েন করছে। বৃহস্পতিবার দুই মার্কিন কর্মকর্তা একথা জানান।
যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক ঘাঁটি থেকে এসব সৈন্য নেয়া হবে।
এক মার্কিন কর্মকর্তা জানান, এসব নতুন সৈন্য মোতায়েনের জন্য প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিস বৃহস্পতিবার বা শুক্রবার নির্দেশনা পত্র স্বাক্ষর করতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
এ সৈন্য দলে চিকিৎসক ও প্রকৌশলী থাকবে। তারা মূলত লজিস্টিক সহায়তা দেবে।
মধ্য আমেরিকা বিশেষ করে হন্ডুরাস থেকে হাজার হাজার অভিবাসী ধীর গতির কারাভানে করে মেক্সিকো অতিক্রম করে যুক্তরাষ্ট্র সীমান্তের দিকে এগিয়ে আসায় এ ব্যবস্থা নেয়া হচ্ছে। যুক্তরাষ্ট্র এই অভিবাসীদের যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে দেবে না এবং তাদের নিজ দেশে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছে। তথ্যসূত্র-বাসস
আজকের বাজার/এমএইচ