যুক্তরাষ্ট যাচ্ছেন উ. কোরীয় শীর্ষ জেনারেল

উত্তর কোরিয়ায় এক শীর্ষ জেনারেল যুক্তরাষ্ট্রে যাচ্ছেন। দু’দেশের শীর্ষ সম্মেলনকে সামনে রেখে অনেক বছর পর এই প্রথমবারের মতো উত্তর কোরিয়ার কোন উচ্চ পদস্থ কর্মকর্তা বৈরী দেশটিতে সফর করছেন।

মঙ্গলবার (২৯ মে) গণমাধ্যমের খবরে একথা বলা হয়েছে।

দু’দেশই জোরসোরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরীয় নেতা কিম জং উন এর মধ্যকার বৈঠকের প্রস্তুতি নিচ্ছে।
খবর এএফপি’র।

কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা ইয়োনহাপ জানায়, জেনারেল কিম ইয়োং চোল মঙ্গলবার বেইজিং বিমানবন্দরে পৌঁছেন।

সেখানে একদিন বিশ্রাম নিয়ে তিনি নিউইয়র্কের উদ্দেশ্যে যাত্রা করবেন। বেইজিংয়ে অবস্থানকালে তিনি চীনা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন।

আগামী ১২ জুন সিঙ্গাপুরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরীয় নেতা কিম জং উনের মধ্যে বহু প্রতিক্ষিত ঐতিহাসিক বৈঠকটি অনুষ্ঠিত হতে যাচ্ছে।

 

আজকের বাজার/ এমএইচ