যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনে ২০ লাখ শিশু স্কুলে যেতে পারছে না। তারা শিক্ষা সুবিধা থেকে বঞ্চিত। জাতিসংঘ শিশু সংস্থা বুধবার এ খবর জানায়।
ইউনিসেফের এক বিবৃতিতে বলা হয়, গত দুই বছর ধরে শিক্ষকরা বেতন পাচ্ছে না বলে আরো ৩৭ লাখ শিশুর শিক্ষাজীবন ঝুঁকিতে রয়েছে।
ইয়েমেনে ইউনিসেফ প্রতিনিধি সারা বায়েসলো নয়ন্তি বলেন, সহিসংতা, স্থানচ্যুতি ও স্কুলগুলোতে হামলার কারণে বহু শিশু স্কুলে যেতে পারে না।
সংস্থাটি আরো বলছে, সংঘাতের প্রত্যক্ষ ফলাফল হিসেবে দেশটির পাঁচটি স্কুলের একটিকে আর ব্যবহার করা যাচ্ছে না। এই সংঘাত ইয়েমেনের ইতোমধ্যে ভঙ্গুর হয়ে পড়া শিক্ষা পদ্ধতিকে ধ্বংস করে দিচ্ছে।
ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের রাজধানী সানা দখলের পর অবরুদ্ধ সরকারের সমর্থনে সউদি আরব ও তার মিত্রজোট ২০১৫ সালের মার্চ মাস থেকে যে অভিযান চালিয়ে আসছে তাতে হাজার হাজার লোক প্রাণ হারিয়েছে। এদের অধিকাংশ বেসামরিক নাগরিক। এছাড়া লাখ লাখ লোক বাস্তুচ্যুত হয়েছে।
ইউনিসেফের তথ্য মতে, দেশটিতে পাঁচ বছরের কম বয়সী ১৮ লাখ শিশু অপুষ্টিতে ভুগছে।
জাতিসংঘ ইয়েমেনের মানবিক সংকটকে বিশ্বের সবচেয়ে ভয়াবহ বলে বর্ণনা করেছে ।