হামাস ও ইসরাইল ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। খবর আল জাজিরা’র।
বুধবার (৩০ মে) হামাসের উপ-প্রধান খলিল আল-হাইয়া এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।
খলিল আল-হাইয়া বলেন, ইসরাইলি হামলার পর গত কয়েক ঘন্টায় বিভিন্ন মাধ্যমে সমঝোতা হয়েছে। এর আগের দিন রাতে হামাসের হামলার জবাবে গাজায় বিমান হামলা চালায় ইসরাইলি সেনাবাহিনী। তবে হামাসের পক্ষ থেকে যুদ্ধবিরতির কথা জানানো হলেও ইসরাইল আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।
আজকের বাজার/একেএ