নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুদ্ধাপরাধীদের মতো পাপীদের বিচার করে দেশকে পাপমুক্ত করছেন।
আজ শনিবার বরগুনার আমতলীতে বীর মুক্তিযোদ্ধাদের সামাবেশ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আমতলী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও উপজেলা চেয়ারম্যান জিএম দেলোয়ার হোসেনের সভাপতিত্বে সভায় মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রিয় কমান্ড কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ইসমত কাদির গামা, সাংগঠনিক সম্পাদক এবিএম সুলতান আহমেদ, বরগুনা জেলা কমান্ডার আব্দুর রশিদ প্রমুখ বক্তব্য রাখেন।
শাজাহান খান বলেন, স্বাধীনতার পর থেকেই দেশ বিরোধীরা চক্রান্ত করতে থাকে। বঙ্গবন্ধুকে হত্যার পর জিয়াউর রহমান রাজাকারদের পূনর্বাসিত করেছেন। খালেদা জিয়া সেই রাজাকারদের গাড়িতে পতাকা তুলে দিয়েছেন।
তিনি বলেন, স্বাধীনতার প্রকৃত ইতিহাস তরুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে হবে। এ ক্ষেত্রে মুক্তিযোদ্ধাদের শিক্ষকের ভূমিকা রাখতে হবে।
পরে মন্ত্রী আমতলী লঞ্চঘাট পরিদর্শন করেন।
সুত্র: বাসস