যুদ্ধাপরাধের দায়ে সাজাপ্রাপ্ত আসামী ও জামায়াতে ইসলামীর সাবেক নায়েব-ই-আমীর মাওলানা আব্দুস সোবহান আজ শুক্রবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ডিএমসিএইচ) চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে — রাজেউন)। তার বয়স হয়েছিল ৮৩ বছর।
মাওলানা আব্দুস সোবহান বার্ধক্যজনিত জটিলরোগে আক্রান্ত হয়ে কয়েকদিন আগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের ৭ নং ওয়ার্ডে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় তিনি শুক্রবার দুপুর ১টা ৪০ মিনিটে মারা যান।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালস্থ পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া কর্তব্যরত চিকিৎসকদের বরাত দিয়ে বার্তা সংস্থা বাসস’কে আজ এ কথা জানান।
মাওলানা আব্দুস সোবহান ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ চলাকালিন মানবতা বিরোধী অপরাধের দায়ে ২০১৫ সালের ১৮ ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)-২’র এক রায়ে মৃত্যুদন্ডে দন্ডিত হন।
আব্দুস সোবহান অবিভক্ত পাকিস্তান আমলে তৎকালিন পূর্ব পাকিস্তানের পাবনা জেলা জামায়াতের প্রতিষ্ঠাকালিন আমির এবং কেন্দ্রীয় মজলিস-ই-সুরার সদস্য ছিলেন। তিনি ১৯৭১ সালে বিভিন্ন অপরাধ সংঘটনে সক্রিয় অংশ নিয়েছিলেন।