যুদ্ধাপরাধের বিষয়ে অভিযোগ দায়ের হলে পদত্যাগ করবেন কসোভোর প্রেসিডেন্ট

কসোভো প্রেসিডেন্ট হাশিম থাসি সোমবার বলেছেন, হেগের স্পেশাল ট্রাইব্যুনালে গত সপ্তাহে প্রসিকিউটরদের দায়ের করা যুদ্ধাপরাধের অভিযোগের বিষয়ে নিশ্চিত হলে তিনি পদত্যাগ করবেন। খবর এএফপি’র।
সার্বিয়ার সাথে কসোভোর ১৯৯৮-৯৯ সালে যুদ্ধ চলাকালে বিদ্রোহী সেনাবাহিনীর রাজনৈতিক নেতা হিসেবে তার ভূমিকা সংক্রান্ত অভিযোগের ব্যাপারে এক ভাষণে থাসি বলেন, আন্তর্জাতিক আদালতে ‘আমার বিরুদ্ধে
যুদ্ধাপরাধের অভিযোগ দায়েরের বিষয়ে নিশ্চিত হলে আপনাদের প্রেসিডেন্ট হিসেবে আমি তাৎক্ষণিকভাবে পদত্যাগ করে অভিযোগগুলো মোকাবেলা করবো।’
তিনি বলেন, ‘আমি এই পদে থেকে বিচার মোকাবেলা করবো না।’