মানবতাবিরোধী অপরাধের দায়ে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত মো. বিল্লাল হোসেন বিশ্বাস ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বৃহস্পতিবার রাত ১টার দিকে তার মৃত্যু হয়।
ঢামেক পুলিশ ফাঁড়ির এসআই মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
৭৮ বছর বয়সী বিল্লাল বাধর্ক্যজনিত বিভিন্ন সমস্যা নিয়ে হাসপাতালের মেডিসিন বিভাগে ভর্তি ছিলেন। গত ৫ মে তাকে কাশিমপুর কারাগার থেকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২০১৬ সালের ১০ অগাস্ট এক রায়ে বিল্লালসহ ৭ জনকে আমৃত্যু কারাদণ্ড দেয়, আর সাবেক সংসদ সদস্য সাখাওয়াত হোসেনকে দেয় মৃত্যুদণ্ড।
বিল্লাল হোসেন বিশ্বাসের বাড়ি যশোরের কেশবপুরের নেহালপাড়া গ্রামে।
১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় তিনি রাজাকার বাহিনীতে যোগ দেন এবং অপহরণে আটকে রেখে নির্যাতন এবং হত্যার মত মানবতাবিরোধী অপরাধে যুক্ত হন বলে আদালতের বিচারে উঠে আসে।
ওই মামলার বিচার চলাকালে ২০১৪ সালে গ্রেপ্তার হন বিল্লাল। তারপর থেকে তিনি কারাগারেই ছিলেন।
রাসেল/