যুদ্ধাপরাধ: খুলনার ১১ জনের বিরুদ্ধে অভিযোগ চূড়ান্ত

মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে খুলনার ডুমুরিয়া থানার শেখ আব্দুর রহিমসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ চূড়ান্ত করেছে তদন্ত সংস্থা।

মঙ্গলবার ২৬ ডিসেম্বর ধানমন্ডিতে অবস্থিত তদন্ত সংস্থার কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান সংস্থার প্রধান আব্দুল হান্নান খান।

মামলার অন্য ১০ আসামি হলেন- মো. আক্কাস সরদার, নাজের আলী ফকির, শামসুর রহমান, ওমর আলী ফকির, মো. শাহাজাহান সরদার, আবদুল করিম শেখ, আবু বক্কার সরদার, জাহান আলী বিশ্বাস, মো. সোহরাব হোসেন সরদার এবং মো. রওশন গাজী। অভিযুক্ত মধ্যে নয়জন গ্রেপ্তার আছেন।

আসামিদের বিরুদ্ধে হত্যা, গণহত্যাসহ ছয়টি অভিযোগ আনা হয়েছে। আজই ট্রাইব্যুনালের প্রসিকিউশনের কাছে এ সংক্রান্ত প্রতিবেদন জমা দেয়া হবে।

আজকের বাজার: এলকে/ ২৬ ডিসেম্বর ২০১৭