যুদ্ধাপরাধ মামলার সাক্ষী রংপুরে রথিশচন্দ্র নিখোঁজের ঘটনায় ৯ জন আটক করেছে পুলিশ।
সোমবার সকালে জেলা শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে বলে জানিয়েছেন রংপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাবুল মিয়া।তাৎক্ষণিকভাবে আটকদের নাম-পরিচয় প্রকাশ করেনি পুলিশ।
উল্লেখ্য, সরকারি কৌঁসুলি হিসেবে জাপানি নাগরিক কুনিও হোশি ও মাজারের খাদেম রহমত আলী হত্যা মামলা পরিচালনা করেছিলেন রংপুরের পিপি রথিশচন্দ্র ভৌমিক।এছাড়াও রথিশ জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুর ইসলামের বিরুদ্ধে একাত্তরের যুদ্ধাপরাধ মামলার একজন সাক্ষী। ট্রাইব্যুনালে আজহারুলের ফাঁসির রায়ের পর মামলাটি এখন আপিল বিভাগে রয়েছে।
রথিশ রংপুর জেলা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক, হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক ও জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতির দায়িত্বে পালন করছেন।
রথিশের স্ত্রী দীপা ভৌমিক জানান, গেলো শুক্রবার সকাল ৬টায় রথিশ পাজামা-পাঞ্জারি পরে এক ব্যক্তির সঙ্গে মোটরসাইকেলে করে বাড়ি থেকে বের হন। এরপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। তার মোবাইল ফোনও বন্ধ।
এ ঘটনায় শনিবার রথিশের ছোট ভাই সাংবাদিক সুশান্ত ভৌমিক সুবল থানায় একটি জিডি করেন।
আজকের বাজার/আরজেড