জাতীয় পদকপ্রাপ্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা কালীপদ দাস ও লিবিও কির্তনীয়াকে অত্যাধুনিক মোটরাইজড হুইলচেয়ার উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে গণভবনে প্রধানমন্ত্রী তাদের এ উপহার দেন। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব ইমরুল কায়েস রানা এ তথ্য জানান।
কালীপদ দাস রণাঙ্গনের ৮নং সেক্টরে এবং লিবিও কির্তনীয়া ৯নং সেক্টরে যুদ্ধকালে আহত হন।
আজকের বাজার/এ.এ