লালমনিরহাটের বুড়িমারীতে শহিদুন্নবী জুয়েলকে পিটিয়ে ও পুড়িয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার হওয়া ৫ আসামির রিমান্ড শুনানির দিন পিছিয়ে মঙ্গলবার ধার্য করেছে আদালত।
সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে লালমনিরহাট আদালতের দায়িত্বরত সহকারী উপপরিদর্শক (এএসআই) জাহিদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে রবিবার সন্ধ্যা ৭টার দিকে লালমনিরহাট সিনিয়র জুডিশিয়াল আদালত-৩ এর বিচারক বেগম ফেরদৌসী বেগম এ রিমান্ড শুনানির দিন সোমবার ধার্য করেছিলেন।
গ্রেপ্তার হওয়া আসামিরা হলেন- রফিক (২০), আশরাফুল আলম (২২), বায়েজিদ (২৪), মাসুম আলী (৩৫) ও শফিকুল ইসলাম (২৫)। তারা সবাই বুড়িমারী এলাকার বাসিন্দা।
গত ২৯ অক্টোবর বিকালে পাটগ্রাম উপজেলার বুড়িমারী বাজার কেন্দ্রীয় জামে মসজিদে কোরআন অবমাননার গুজব ছড়িয়ে শহিদুন্নবী জুয়েলকে পিটিয়ে ও পুড়িয়ে হত্যা করা হয়।
এ ঘটনায় নিহতের চাচাত ভাই সাইফুল ইসলাম বাদী হয়ে গত ৩১ অক্টোবর একটি মামলা দায়ের করেন।
পরে ঘটনাস্থলের ভিডিও ফুটেজ দেখে আসামি শনাক্ত করে অভিযান চালিয়ে বুড়িমারী কেন্দ্রীয় জামে মসজিদের খাদেমসহ ১০ জনকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার ৫ জনের বিরুদ্ধে পাঁচদিন করে রিমান্ড আবেদন করা হয়েছে।
উল্লেখ্য, নিহত যুবক শহিদুন্নবী জুয়েল রংপুর শহরের শালবন মিস্ত্রীপাড়া এলাকার আব্দুল ওয়াজেদ মিয়ার ছেলে।