রাজধানীতে বাজারের ব্যাগ ভর্তি মানুষের খুলি, হাত ও কোমরের হাড়সহ মো. হান্নান মিঞা (২৩) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে কালশি কবরস্থান এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পল্লবী থানার এসআই আবদুল আজাদ এ নিশ্চত করেছেন।
এরই মধ্যে এসআই বাদী হয়ে হান্নানের বিরুদ্ধে মামলা করেছেন। মামলায় উল্লেখ করা হয়, জানতে পারি মিরপুর-১১ নম্বর কালশী কবরস্থানের দেয়ালের ভেতর পূর্ব পাশের পুরাতন কবর থেকে কঙ্কাল চুরি করে নেওয়ার সময় এক ব্যক্তিকে আটক করেছে স্থানীয়রা। পরে ঘটনাস্থলে গিয়ে ওই যুবককে আটক করি। এ সময় ওই যুবকের হাতে থাকা প্লাস্টিকের একটি সাদা ব্যাগে তিনটি মানুষের মাথার খুলি, আটটি পায়ের হাড়, ১৩টি হাতের হাড় ও ছয়টি কোমরের হাড় পাওয়া গেছে। তথ্য-ডেইলি বাংলাদেশ
আজকের বাজার/আখনূর রহমান