শিবগঞ্জ উপজেলার মুসলিমপুর এলাকা থেকে চারটি অবৈধ আগ্নেয়াস্ত্রসহ এক যুবককে আটক করেছে র্যাব।
আটক মিঠন আলী ইয়ানি (৩০) গোমস্তাপুর উপজেলার নন্দলালপুর খামারপাড়া এলাকার বিপতি মিস্ত্রির ছেলে।
র্যাব-৫-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্পের একটি দল রবিবার রাত ৭টার দিকে মুসলিমপুর এলাকার একটি আমবাগানে অভিযান চালায়। এ সময় তিনটি পিস্তল, একটি রিভালবার ও তিনটি ম্যাগজিনসহ অবৈধ অস্ত্র ব্যবসায়ী মিঠন আলীকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।