সুনামগঞ্জের জগন্নাথপুরে এক মেয়ের অশ্লীল ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার দায়ে সোমবার সুয়েবুর রহমান(২৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার সুয়েবুর রহমান জগন্নাথপুর পৌর এলাকার ইসহাকপুর পশ্চিমপাড়া গ্রামের মুজিবুর রহমানের ছেলে।
জগন্নাথপুর থানার উপ-পরিদর্শক (এসআই) রাজিব রহমান জানান, ভুক্তভোগী অভিযোগ পাওয়ার পর আজ স্থানীয় ভবের বাজারে অভিযান চালিয়ে আসামি সুয়েবুর রহমানকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।