রাজশাহিতে তৌহিদুল হক সুমন নামের এক যুবলীগ নেতার সমকামিতার ভিডিও প্রকাশ পেয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। সমালোচনার মুখে পড়া ওই নেতা রাজশাহী মহানগর যুবলীগের যুগ্ম সাধারণ পদে রয়েছেন।
ভাইরাল হওয়া ওই ভিডিওতে সুমনকে একটি কিশোর ছেলের সঙ্গে সমকামিতা করতে দেখা গেছে। অশ্লীল এই ভিডিও নিয়ে মহানগর যুবলীগসহ রাজশাহীর রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে তোলপাড়।
তবে ভিডিও প্রযুক্তির সাহায্যে তৈরি করা বলে দাবি করেছেন সুমন। তিনি রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার বলেও দাবি করেছেন।
স্থানীয়রা জানান, সপ্তাহখানেক আগে ভিডিওটি প্রথমে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশ করা হয়। এর কয়েক ঘণ্টা পর সেটি সরিয়ে ফেলা হয়। কিন্তু অনেকেই সেখান থেকে ভিডিওটি ডাউনলোড করে নেন। এরপর তা এলাকার অনেকেরই মুঠোফোনে ছড়িয়ে পড়ে।
এ ব্যাপারে তৌহিদুল হক সুমন বলেন, এ ধরনের কাজ আমি করতে পারি না। ভিডিওটি প্রযুক্তির সাহায্যে বানানো। আমি ষড়যন্ত্রের শিকার। এটি নিয়ে আমি বিব্রতকর অবস্থায় পড়েছি। রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করতে প্রতিপক্ষরা এমন একটি ভিডিও ছড়িয়েছে।
মহানগর যুবলীগের সভাপতি রমজান আলী বলেন, তিনদিন আগে ভিডিওটির ব্যাপারে আমি জানতে পেরেছি। কিন্তু আমি সিনিয়র হওয়ায় অন্য কোনো নেতা ভিডিওটি আমাকে দেখানোর সাহস পাচ্ছে না। বিষয়টি যুবলীগের কেন্দ্রীয় কমিটিকে জানানো হয়েছে। ভিডিওটি সত্য হলে সুমনকে বহিষ্কার করা হবে। তার জন্য দলের বদনাম করবে না যুবলীগ।
আজকের বাজার/ এমএইচ