বৈধ অস্ত্র ও মাদক উদ্ধারের ঘটনায় ঢাকা দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ ভূঁইয়ার বিরুদ্ধে বৃহস্পতিবার তিনটি মামলা হয়েছে।
ডেপুটি কমিশনার (গুলশান বিভাগ) সুদীপ কুমার চ্যাটার্জি জানান, গুলশান থানায় একটি অস্ত্র আইনে, একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এবং আরেকটি মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মামলা করে র্যাব।
রাজধানীর গুলশান এলাকা থেকে বুধবার অবৈধভাবে ক্যাসিনো চালানোর দায়ে খালিদকে গ্রেপ্তার করে র্যাব।
এ সময় তার কাছ থেকে গুলি ও একটি অবৈধসহ তিনটি আগ্নেয়াস্ত্র এবং ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার খালিদ মাহমুদ নগরীর ফকিরাপুলের ইয়ংম্যান’স ক্লাবেরও প্রেসিডেন্ট।
আজকের বাজার/এমএইচ