বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের বিশ্বকাপ জয়কে মুজিব বর্ষে জাতির জন্য বড় উপহার হিসেবে আখ্যায়িত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি জানান, প্রথমবারের মতো আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী যুবা টাইগারদের দেশে ফেরার পর বড় ধরনের সংবর্ধনা দেয়া হবে।
সোমবার নিজ কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকের শুরুতে প্রধানমন্ত্রী এ ঘোষণা দেন।
যুবা টাইগাররা রবিবার দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমে বাংলাদেশ ক্রিকেটের জন্য নতুন ইতিহাস তৈরি করেন। তারা আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে চারবারের বিজয়ী ভারতকে বৃষ্টি আইনে ৩ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জয় করে।
শেখ হাসিনা ১৯৯৭ সালে আইসিসি ট্রফি জয়ী বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে সংবর্ধনা দেয়ার কথা স্মরণ করেন।
‘যখনই বাংলাদেশ দল কোনো ট্রফি জিতেছে, আমরা তাদের সংবর্ধনা দিয়েছি। আমরা আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী বাংলাদেশ দলকেও গণসংবর্ধনা দেব,’ ঘোষণা করেন তিনি।
আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ সামনে রেখে যুবাদের দল গত চার বছর কঠোর পরিশ্রম করেছে এবং এর ফলে টুর্নামেন্ট জুড়ে চমৎকার নৈপুণ্য দেখিয়েছে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী।
শেখ হাসিনা বলেন, বাংলাদেশ দল ফাইনালে চারবারের চ্যাম্পিয়ন ভারতকে হারিয়েছে। ‘তাদের (বাংলাদেশি খেলোয়াড়) সাহস আছে…তারা ধীরে ধীরে গড়ে উঠছে।’ তথ্য-ইউএনবি
আজকের বাজার/এমএইচ