জাপানে এশিয়ান এয়ারগান চ্যাম্পিয়নশিপ থেকে সুখবর পাঠিয়েছেন বাংলাদেশের তরুণ শ্যুটার অর্ণব শারা। বড়দের ব্যর্থতার পর তিনি সফলতা পেয়েছেন। অল্পের জন্য স্বর্ণ পদক হারালেও জিতেছেন রৌপ্য। চীনের প্রতিযোগির কাছে হেরে গেলেও দ্বিতীয় স্থান অর্জন করা তিনি আগামি যুব বিশ্ব অলিম্পিকে সরাসরি খেলবেন বাংলাদেশের হয়ে।
জাপানে ১০ মিটার এয়ার রাইফেলের যুব বিভাগে রৌপ্য জিতেছেন প্রতিভাবান এ শুট্যার। অল্পের জন্য স্বর্ণ জেতা হয়নি তার। অর্ণব স্কোর করেছেন ২৪৯.৫। স্বর্ণ জিতেছেন চীনের ঝ্যাং। তার স্কোর ২৫০.০। ব্রোঞ্জ জিতেছেন ভারতের শাহু তুষার ২২৮.২।
আজকের বাজার: সালি / ০৯ নভেম্বর ২০১৭