যুব গেমস : কুমিল্লা পর্বের উদ্বোধন

বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন (বিওএ) আয়োজিত ‘শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস ২০২৩’ এর আন্ত:উপজেলা কুমিল্লা পর্বের প্রতিযোগিতা শুরু হয়েছে।

আজ রোববার স্থানীয় শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে দুই দিনব্যপী এই গেমসের উদ্বোধন করেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার।

জেলা প্রশাসক শামীম আলমের সভাপতিত্বে গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শাহাদাত হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার আফজাল হোসেন ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এবং শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস ২০২৩ কুমিল্লা জেলা সাংগঠনিক কমিটির সদস্য সচিব নাজমুল আহসান ফারুক রোমেন। খবর-বাসস

আজকের বাজার/আখনূর রহমান