যুক্তরাষ্ট্রের এক রেস্টুরেন্টে বন্দুকধারীর গুলিতে চারজন নিহত হয়েছন।এ সময় আহত হন দুই জন।
মার্কিন যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের নাশভিলেতে এ ঘটনা ঘটে।গুলি চালোনোর সময় বন্দুকধারীর শরীরে কোন পোশাক ছিল না।
একটি পিকআপ ভ্যানে চেপে ওই রেস্টুরেন্টে হাজির হয়ে একটি আধা-স্বয়ংক্রিয় রাইফেল থেকে গুলিবর্ষণ করতে শুরু করেন ওই ব্যক্তি। প্রথমে রেস্টুরেন্টের বাইরে দুজনকে গুলি করেন। এরপর ভেতরে প্রবেশ করে আবারও গুলি চালান। তাঁদের মধ্যে তিনজন ঘটনাস্থলেই নিহত হন, অন্য একজনকে হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান।
এখন পর্যন্ত ট্রাভিস রেইনকিং নামের ২৯ বছর বয়সী এক ব্যক্তিকে বন্দুকধারী হিসেবে চিহ্নিত করা হয়েছে। তবে তিনি এখনো পলাতক।
বিবিসি জানিয়েছে, এর আগে হোয়াইট হাউসের নিরাপত্তা বেষ্টনীর ভেতরে প্রবেশ করায় গত বছর ট্রাভিসকে গ্রেপ্তার করা হয়েছিল।
পুলিশ কর্মকর্তারা জানান, ওই ব্যক্তির পরনে কোনো পোশাক ছিল না, তবে সঙ্গে ছিল একটি সবুজ রঙের জ্যাকেট। যেটাকে আড়াল বানিয়ে তিনি ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে উডল্যান্ড এলাকার ক্লোজড সার্কিট ক্যামেরায় দেখা যায়, তিনি একটি কালো ট্রাউজার পরে পালিয়ে যাচ্ছেন। তবে সে সময়ও তাঁর শরীরে কোনো শার্ট ছিল না।
রেস্টুরেন্টটি থেকে উদ্ধার করা অস্ত্রটির ছবি প্রকাশ করেছে পুলিশ। সে অনুযায়ী রাইফেলটির মডেল এআর-১৫। গত বছরের অক্টোবরে লাস ভেগাসে গুলি চালিয়ে যে ৫৮ জনকে হত্যা করা হয়, সেখানেও এই মডেলের অস্ত্র ব্যবহার করা হয়েছিল।
আজকের বাজার/আরজেড