‘যেকোনো উপায়ে খালেদা জিয়াকে কারাবন্দি রাখতে চায় সরকার’

সরকার যেকোনো উপায়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কারাবন্দি করে রাখতে চায় বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন

বৃহস্পতিবার (৩১ মে) কুমিল্লার দুই মামলায় হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করে আপিল বিভাগের আদেশের পর তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

তিনি বলেন, খালেদা জিয়াকে রাজনৈতিক কারণে উদ্দেশ্যমূলকভাবে দীর্ঘদিন জেলে রাখতে চায় সরকার। আমরা চাই আইনি লড়াইয়ের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্ত করতে। অার  সরকার চায় যেকোনো উপায়ে কারাবন্দি রাখতে।’

তিনি আরও বলেন, ‘যে মামলায় খালেদা জিয়ার সাজা হয়েছে সে মামলায় আমরা জামিন পেয়েছি। অথচ রাজনৈতিক মামলায় যেখানে খালেদা জিয়া বন্দি ছিল গুলশান অফিসে। সে মামলায় তাকে সম্পৃক্ত করে আসামি করা হয়েছে।’

এর আগে, বৃহস্পতিবার (৩১ মে) বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কুমিল্লার দুই মামলায় হাইকোর্টের দেওয়া জামিন ২৪ জুন পর্যন্ত স্থগিত করে আপিল বিভাগ।

রাসেল/