না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন সঙ্গীতশিল্পী ও কিংবদন্তি রক স্টার আইয়ুব বাচ্চু।
বৃহস্পতিবার (১৮ অক্টোবর) সকালে রাজধানীর মগবাজারে নিজ বাসভবনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান তিনি। তার বয়স হয়েছিল ৫৬ বছর।
সকাল ৯টা ৫৫ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
আইয়ুব বাচ্চু সর্বশেষ গত ১৬ অক্টোবর রংপুর থেকে ফেসবুকে পোস্ট দেন। তিনি লেখেন, ‘সালাম জানাই #রংপুর। #জিবি’র প্রতি ভালোবাসা। যেখানেই সঙ্গীতশিল্পী, সেখানেই সঙ্গীত। শিগগিরই পুনরায় দেখা হবে #রংপুর। ভালোবাসি তোমাকে। আজ রাতে তুমি অসাধারণ ছিলে।’
আজকের বাজার/এমএইচ